আধুনিক নাট্যমঞ্চ নির্মাণের দাবীতে আন্দোলন কর্মসুচি
আধুনিক নাট্যমঞ্চ নির্মাণের দাবীতে আন্দোলন কর্মসুচি

আধুনিক নাট্যমঞ্চ নির্মাণের দাবীতে আন্দোলন কর্মসুচি

নিজস্ব প্রতিবেদক :

মিরপুরের ঐতিহ্যবাহী টাউন হলের স্থানেই ‘আধুনিক নাট্যমঞ্চ চাই’ দাবী আদায়ের লক্ষে মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরাম ধারাবাহিক আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির অংশ হিসেবে ১ অক্টোবর শনিবার সকাল ১১ টায় মিরপুর টাউন হলের পরিত্যক্ত মুক্তবেদীতে প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে গণসঙ্গীত, ছড়া-কবিতা, পথনাটক পরিবেশিত হয়। এছাড়াও সংস্কৃতির বিভিন্ন ধারার নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

আলোচনায় অংশগ্রহন করেন-সিদ্দিকুর রহমান, আশিকুর রহমান ভুলু, মঙ্গল চন্দ্র, সগীর মোস্তফা, মনজুর আলম সিদ্দিকী ও মোঃ সাইফুল ইসলাম।

পথানটক পরিবেশন করে- মেঘদূত নাট্য সম্প্রদায়, নাটক-মানুষ, রচনাঃ ড. বাবুল বিশ্বাস, নির্দেশনাঃ তোসাদ্দেক হোসাইন মান্না।

সার্বিকভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম শাহীন, সভাপতিত্ব করেন-আবুল খায়ের।

এছাড়াও

নুসরাত ফারিয়ার সমুদ্রপাড় পোস্টে নেটপাড়া উত্তাল: “চোখ বেশি লাগছে? স্ক্রল করো প্রিয়”

দেশনেত্র ডেস্ক : ঢালিউডের অন্যতম দাপুটে নায়িকা নুসরাত ফারিয়া, যিনি শুধু বড় পর্দায় নয়, সামাজিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *