সাকিব-লিটনকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বাংলাদেশের
ফাইল ছবি

সাকিব-লিটনকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বাংলাদেশের

দেশনেত্র ডেস্ক :

তামিম ইকবাল দুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিক বিদায় বলে দিয়েছেন। চ্যাম্পিয়নস ট্রফির দলে বাঁহাতি ওপেনারের না থাকাটা তাই নিশ্চিত ছিল। চেন্নাইয়ে দ্বিতীয়বার বোলিং পরীক্ষায় পাস করতে না পারা ‘ব্যাটসম্যান’  সাকিব আল হাসান যে বিবেচনায় থাকবেন না, সেটাও ছিল ‘প্রায়’ নিশ্চিত। সে প্রায় নিশ্চিত বিষয়টাকে আজ ঘোষণা দিয়ে নিশ্চিত করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা হয়নি সাকিবের। এতে ২০০৭ সালের পর এই প্রথম বৈশ্বিক কোনো ইভেন্টে সাকিব-তামিমকে ছাড়া খেলতে নামবে বাংলাদেশ।

বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ঘোষিত দলে সবচেয়ে বড় চমক লিটন দাসের জায়গা না পাওয়া। অবশ্য ওয়ানডেতে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকালে, এটা মোটেও চমক মনে হবে না। গত বছর খেলা ৫ ওয়ানডেতে ৩ বারই শূন্য রানে আউট হয়েছেন। বাকি দুই ইনিংসেও রানের ঘর দুই অঙ্কে নিতে পারেননি (২, ৬)!

ব্যাট হাতে রীতিমতো সংগ্রাম করা লিটনের পরিবর্তে জায়গা পেয়েছেন ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকা পারভেজ হোসেন ইমন।

এবারের টুর্নামেন্টে ৪ পেসার আর ৩ স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। পেসার হিসেবে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিবের পাশে জায়গা পেয়েছেন নাহিদ রানা। আর স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান।

এছাড়াও

বাংলাদেশ পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ 'পিএনএস সাইফ '

বাংলাদেশ পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস সাইফ ‘

দেশনেত্র ডেস্ক  : চার দিনের শুভেচ্ছা সফরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ চট্টগ্রাম বন্দরে এসে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *