ব্রাজিলের সাথে ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষুব্ধ মেসি
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গ্যালারিতে ছুটে যান মেসি

ব্রাজিলের সাথে ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষুব্ধ মেসি

স্পোর্টস ডেস্ক :

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মারাকানায় আজ মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল।

দুই বছর পর আজ (২২ নভেম্বর) সকালে ফের ব্রাজিলের মাটিতে পণ্ড হতে বসেছিল আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকোর ম্যাচটি। কারণ, মারাকানার ম্যাচটিকে খাদের কিনারায় ঠেলে দিয়েছিল গ্যালারির দাঙ্গা। খেলা শুরুর আগেই গ্যালারিতে দুই দলের সমর্থকদের হাতিহাতির কারণে খেলা যথাসময়ে শুরু হয়নি।

গ্যালারিতে আর্জেন্টিনার দর্শকদের ওপর পুলিশের লাঠিপেটা থামাতে সতীর্থদের নিয়ে ছুটে গিয়েছিলেন লিওনেল মেসি। পরিস্থিতি তবু শান্ত না হওয়ায় দল নিয়ে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন। শেষ পর্যন্ত দাঙ্গা থামার পর শুরু হয় খেলা। খেলা প্রায় আধা ঘণ্টা দেরিতে শুরু হলেও একটি কাজে ভুল করেনি আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে তাদের মাঠে প্রথমবারের মতো হারানোর স্বাদ নিলো তারা।

জয়ের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মেসি।সংবাদমাধ্যমকে মেসি বলেন, ‘অবশ্যই খুব খারাপ হলো। মানুষকে কীভাবে মেরেছে, সেটা আমরা দেখেছি। (কোপা) লিবার্তোদোরেসের ফাইনালেও এমন হয়েছিল, এখন আবারও লাঠিপেটা করা হলো। খেলোয়াড়দের পরিবার সেখানে (গ্যালারি) ছিল। পরিবারই সবার আগে। তখন খেলার চেয়ে ওই চিন্তাটাই আগে আসে এবং বাকি সব গৌণ হয়ে পড়ে।’

এদিকে সামাজিকমাধ্যম ফেসবুকে জয়ের পর একটি পোস্ট দেন মেসি। ওই পোস্টে তিনি বলেন, ‘এই দলটি ইতিহাস তৈরি করেই যাচ্ছে…। মারাকানায় মহান জয় যদিও এটা ব্রাজিলে আবার আর্জেন্টিনার দমন দ্বারা চিহ্নিত হবে। এটা সহ্য করা যায় না, এটা পাগলামি এবং এটা এখনই শেষ হওয়া দরকার।’

এছাড়াও

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর

দেশনেত্র প্রতিবেদক : জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *