দেশি-বিদেশি প্রতিবেদন মিলিয়ে জানা যাবে কার্গো ভিলেজে আগুনের কারণ: বাণিজ্য উপদেষ্টা
ফাইল ছবি

দেশি-বিদেশি প্রতিবেদন মিলিয়ে জানা যাবে কার্গো ভিলেজে আগুনের কারণ: বাণিজ্য উপদেষ্টা

দেশনেত্র প্রতিবেদক :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুন লাগার বিষয়ে তুরস্কের বিশেষজ্ঞরা তদন্ত করে ফিরে গেছে, তাদের তদন্ত প্রতিবেদনের সঙ্গে সরকারেরটা মিলিয়ে দেখার পর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা তদন্তে গেলো রোববার ঢাকায় আসে ৮ সদস্যের তুরস্কের বিশেষজ্ঞ দল। তদন্ত শেষ করে আজ সকালেই তারা ফিরে গেছে।

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হওয়া ষষ্ঠ জাতীয় নারী বেসবল প্রতিযোগিতা -২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে গেলে বাণিজ্য উপদেষ্টার কাছে প্রশ্ন ছিলো কার্গো ভিলেজে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সংক্রান্ত প্রতিবেদন নিয়ে।

তখন তিনি জানান, বিকল্প উপায়ে ৯ নম্বর গেট দিয়ে পণ্য খালাস হচ্ছে। তবে, দ্রুত সময়ের মধ্যে পুরো পণ্য খালাস প্রক্রিয়া স্বাভাবিক হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।

এছাড়াও

বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারে সম্মতি দিয়েছে পাকিস্তান 

বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারে সম্মতি দিয়েছে পাকিস্তান 

দেশনেত্র প্রতিবেদক : দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *