অনৈতিক কার্যকলাপের অভিযোগে গুলশানের স্পা সেন্টার থেকে ৯ জনকে গ্রেপ্তার
অনৈতিক কার্যকলাপের অভিযোগে গুলশানের স্পা সেন্টার থেকে ৯ জনকে গ্রেপ্তার

অনৈতিক কার্যকলাপের অভিযোগে গুলশানের স্পা সেন্টার থেকে ৯ জনকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর গুলশানের একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে সাতজন নারী ও দুজন পুরুষ।

রোববার (২ অক্টোবর) রাতে গুলশানের ৪১ নম্বর রোডের ৭/এ বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেওয়া গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ আকন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গুলশানের ওই বাসায় লাইফ কেয়ার নামের একটি স্পা সেন্টারের আড়ালে অবৈধ কার্যকলাপ হচ্ছে।
খবর পেয়ে অভিযান চালিয়ে সেখান থেকে সাতজন নারী ও দুজন পুরুষকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে একজন পালিয়ে যেতে সক্ষম হন৷তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা হয়েছে।এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এছাড়াও

রাবিতে ফারুক হত্যা মামলার শিবিরের সব আসামি বেকসুর খালাস

রাবিতে ফারুক হত্যা মামলার শিবিরের সব আসামি বেকসুর খালাস

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত ২০১০ সালের ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় জামাত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *