কিছুক্ষণের মধ্যেই বের হবে ১৭ দিন সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিক Deshnetrow news
সংগৃহীত ছবি

কিছুক্ষণের মধ্যেই বের হবে ১৭ দিন সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের উত্তরাখন্ডে খনিতে প্রায় ১৭ দিন আটকা পড়া ৪১ শ্রমিকের খুব কাছাকাছি পৌঁছে গেছে উদ্ধারকারী দল। আর কয়েক ঘণ্টার মধ্যেই তাদের বের করে আনা সম্ভব হবে বলে জানা গেছে।

গর্ত খুঁড়ে সুড়ঙ্গে আটক শ্রমিকদের কাছে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। যে পাইপের মাধ্যমে বেরিয়ে আসবেন শ্রমিকেরা, তা যথাযোগ্য জায়গায় রাখা হয়েছে। শ্রমিকদের বের করে আনার জন্য শেষ মুহূর্তের কাজ চলছে। সুড়ঙ্গের বাইরে রয়েছে চিকিৎসকদের একটি দল। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর শ্রমিকদের পাঠানো হবে জেলা হাসপাতালে।

প্রথমে পাইপের ভিতর দিয়ে সুড়ঙ্গে শ্রমিকদের কাছে যাবেন উদ্ধারকারী বাহিনীর সদস্যেরা, তাদের বোঝাবেন কী ভাবে ওই পাইপ দিয়ে বাইরে বেরিয়ে আসতে হবে তাদের। এই পাইপটি আড়াই ফুট চওড়া। পাইপের যে সব জায়গায় ঝালাই হয়েছে, সেগুলি বেশ ধারালো। সেখান দিয়ে বেরোনোর সময় আঘাত লাগতে পারে শ্রমিকদের। এ সব ঝুঁকির কথাই বুঝিয়ে দেওয়া হচ্ছে শ্রমিকদের। প্রথমে মনে করা হয়েছিল, সুড়ঙ্গ থেকে হামাগুড়ি দিয়ে হেঁটে বেরোবেন শ্রমিকেরা। কিন্তু দীর্ঘ ১৭ দিন সুড়ঙ্গে আটক থাকার কারণে তাঁরা শারীরিক ভাবে আর সক্ষম নন। সে কারণে চাকা লাগানো ট্রলির মাধ্যমে পাইপ দিয়ে তাঁদের বার করে আনা হবে।

খনিতে ধর্ষের পর প্রথম একটি কাগজের টুকরো দিয়ে উদ্ধারকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হন শ্রমিকরা। পরবর্তীতে রেডিও যোগাযোগ স্থাপন করা হয়। শ্রমিকরা বেঁচে আছে জানার পর সুড়ঙ্গে ছিদ্র দিয়ে অক্সিজেন সরবরাহ শুরু করে উদ্ধারকর্মীরা।

গত ১২ নভেম্বর উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার একটি জাতীয় মহাসড়কে নির্মাণাধীন সুড়ঙ্গের একাংশ ধসে পড়ে। সুড়ঙ্গটির উচ্চতা সাড়ে আট মিটার এবং এটি প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ।

এছাড়াও

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর

দেশনেত্র প্রতিবেদক : জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *