নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু
সংগৃহীত ছবি

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু

 

নরসিংদী প্রতিনিধি :

 

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।সোমবার সকালে উপজেলার কমলপুরে পলাশতলী ইউনিয়নের কমলপুর নামক স্থানে দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের নাম বা পরিচয় জানা যায়নি। এছাড়া দুর্ঘটনার কারণও জানা সম্ভব হয়নি।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, রাতে যাওয়া চিটাগাং মেইল ট্রেন নয়তো তূর্ণা ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, রেললাইনের পাশে অল্প দূরত্বে পর পর ওই পাঁচজনের মরদেহ পড়ে আছে। কারো হাত বিচ্ছিন্ন, কারো দেহ। নিহত সবাই পুরুষ।

তারা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শহীদুল্লাহ জানান, সকালে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহগুলো পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে দেহগুলো উদ্ধার করে।

মেথিকান্দা স্টেশনের স্টেশন মাস্টার আশরাত আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ধারণা করছেন, রাতের কোনো এক সময়ে এ দুর্ঘটনা ঘটেছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আলম জানান, স্থানীয়রা ওই পাঁচজনের কাউকেই চিনতে পারেননি। লাশ উদ্ধারের আগে ঢাকামুখী তিনটি ট্রেন ওই স্থান দিয়ে গিয়েছে। ধারণা করা হচ্ছে, এর মধ্যে কোনো একটি ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিতের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

এছাড়াও

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর

দেশনেত্র প্রতিবেদক : জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *