বান্দরবানে গোলাগুলিতে নিহত ৮
বান্দরবান/ ফাইল ছবি /Deshnetrow

বান্দরবানে গোলাগুলিতে নিহত ৮

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসী দুই গ্রুপ কেএনএ ও ইউপিডিএফ (সংস্কার) এর গোলাগুলিতে ৮ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৭ এপ্রিল) খামতাং পাড়া থেকে এসব লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, নিহতদের পরিচয় এখোনো জানা যায়নি। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট তাদের ফেসবুক পেজে নিহত সাতজনের নাম প্রকাশ করেছে। তারা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম, লাল ঠা জার বম। সবাই খামতাং পাড়ার বাসিন্দা বলে জানিয়েছে সংগঠনটি।

এছাড়াও

বাংলাদেশ পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ 'পিএনএস সাইফ '

বাংলাদেশ পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস সাইফ ‘

দেশনেত্র ডেস্ক  : চার দিনের শুভেচ্ছা সফরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ চট্টগ্রাম বন্দরে এসে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *