ক্রীড়া ডেস্ক রিপোর্ট :
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি রবিবার গুয়াতেমালার অলিম্পিক কমিটিকে নিষিদ্ধ করেছে। দেশটির ঘরোয়া আইনি বিরোধ নিস্পত্তিতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গুয়াতেমালাকে গত মাসে সতর্ক করেছিল যে ১৫ অক্টোবরের মধ্যে সমস্যার সমাধান না হলে দেশটির জাতীয় অলিম্পিক কমিটিকে নিষিদ্ধ করা হবে।
আইওসি এক বিবৃতিতে জানিয়েছে “নির্ধারিত সময়সীমার মধ্যে গুয়াতেমালার জাতীয় অলিম্পিক কমিটি (এনওসি) এবং গুয়াতেমালার প্রাসঙ্গিক কর্তৃপক্ষের মধ্যে কোনও সমাধানে পৌঁছতে পারেনি ”
এনওসি অলিম্পিক সংস্থার বিধিবিধানের কিছু বিধান নিয়ে দেশের সাংবিধানিক আদালতের সাথে বিরোধ সৃষ্টি হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ নিষেধাজ্ঞার ফলে গুয়াতেমালার ক্রীড়াবিদরা অলিম্পিক গেমসে তাদের দেশের প্রতিনিধিত্ব করতে পারবে না এবং এই সময়ে গুয়েতেমালা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি থেকে কোনপ্রকার অর্থ পাবে না।
আইওসি বলেছে “অ্যাথলেটদের এবং গুয়াতেমালায় অলিম্পিক আন্দোলনের স্বার্থে এনওসি এবং গুয়াতেমালার আদালত কর্তৃপক্ষের সাথে চলমান সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে।যেন তারা দ্রুত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে পারে।
প্যারিস ২০২৪ সালে পরবর্তী অলিম্পিক গেমসের আয়োজন করবে।
এই নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে না পারলে দেশটির অলিম্পিকে অংশগ্রহণ অনিশ্চয়তার মধ্যে পড়বে।