কেজিডিসিএলের প্যানেল আইনজীবী হলেন অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজ
অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজ

বিশেষ পিপি জালাল উদ্দিন পারভেজকে কেজিডিসিএলের প্যানেল আইনজীবী নিযুক্ত 

চট্টগ্রাম প্রতিনিধি :

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)-এর প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজ।

তিনি একাধারে, প্রশাসনিক ট্রাইব্যুনাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিশেষ পাবলিক প্রসিকিউটর এবং হাজী জরিফ আলী লিগ্যাল এইড এবং পথশিশু কল্যাণ পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বরত রয়েছেন।

কেজিডিসিএল এর আইন বিভাগ আনুষ্ঠানিকভাবে তার নাম তালিকাভুক্ত করার পর তিনি নতুন এ দায়িত্ব গ্রহণ করেন। প্রতিষ্ঠানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনগত কার্যক্রমে তিনি দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও এইচ.এ.আর কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাজী মোহাম্মদ জামাল উদ্দিন এবং পরিচালক রওশন আরা বেগমের জ্যেষ্ঠ সন্তান অ্যাডভোকেট পারভেজ। পারিবারিকভাবে ব্যবসা ও সমাজসেবার সঙ্গে যুক্ত এই পরিবারের সদস্য হিসেবে তিনি ছোটবেলা থেকেই সমাজমুখী বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন।

২০১০ সাল থেকে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতসহ বিভিন্ন আদালতে নিয়মিত আইন পেশায় নিয়োজিত অ্যাডভোকেট পারভেজ বহু গুরুত্বপূর্ণ ফৌজদারি ও দেওয়ানি মামলা পরিচালনা করেছেন। পেশাজীবনে নিষ্ঠা, দক্ষতা ও পেশাগত নৈতিকতার জন্য তিনি সহকর্মীদের কাছে বরাবরই ছিলেন প্রশংসিত।

কেজিডিসিএলে দায়িত্ব পাওয়ার আগে তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় সংস্থার উন্নয়ন প্রকল্প, জমি-সংক্রান্ত সমস্যাসহ বিভিন্ন আইনি জটিলতা সমাধানে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

আইন পেশার পাশাপাশি অ্যাডভোকেট পারভেজ মানবাধিকার ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়। ‘ভয়েস ফর চট্টগ্রাম’-এর সাধারণ সম্পাদক হিসেবে পথশিশু, সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়ন ও নাগরিক অধিকার সুরক্ষায় তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। এ ছাড়া তিনি হাজী জরিফ আলী লিগ্যাল এইড ও পথশিশু কল্যাণ পরিষদের চেয়ারম্যান হিসেবে অসহায় মানুষের জন্য আইনি সহায়তা ও নানামুখী মানবিক কার্যক্রম পরিচালনা করছেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে অ্যাডভোকেট জালাল উদ্দিন পারভেজ বলেন, “রাষ্ট্রীয় ও জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইনি দায়িত্ব পালন করা আমার জন্য অনেক বড় সম্মানের । আমি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে চাই।”

সহকর্মীরা মনে করছেন, কেজিডিসিএলের প্যানেল আইনজীবী হিসেবে তার নিয়োগ প্রতিষ্ঠানটির আইনি কর্মকাণ্ডকে আরও গতিশীল ও নিয়মতান্ত্রিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়াও

ফের ঢাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী

ফের ঢাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী

দেশনেত্র প্রতিবেদক : পাঁচদিনের মাথায় ফের ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *