বিনোদন ডেস্ক :
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইউটিউবার থেকে অভিনেতা হয়ে ওঠা সালমান মুক্তাদির বিয়ে করেছেন।
রোববার (৩০ এপ্রিল) বিয়ে করেছেন সালমান। এ তথ্য নিজেই এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন তিনি।
স্ট্যাটাসে স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে ক্যাপশনে সালমান লেখেন, ‘বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।’
বিয়ের খবর জানালেও কনে সম্পর্কে বিস্তারিত জানাননি সালমান মুক্তাদির। তবে জানা গেছে,কনের নাম দিশা ইসলাম।
বিয়ের বিষয়ে সালমান তার ফেসবুক পোস্টে বিস্তারিত আর কিছুই লেখেননি। তবে ফেসবুকের অসম্পূর্ণ এই স্ট্যাটাস দেখে প্রথমে অনেকেই ভেবেছেন আলোচনায় থাকা কিংবা প্রাঙ্ক ভিডিওর একটি অংশ হতে পারে এটি।