বিনোদন ডেস্ক :
বিপাকে পড়েছেন বলিউ়ড অভিনেত্রী সানি লিওন।বুধবার সন্ধ্যা থেকেই নিখোঁজ সানি লিওনের বা়ড়ির পরিচারিকার কন্যা অনুষ্কা কিরণ মোরে।
বুধবার, ৮ নভেম্বর সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ছোট্ট অনুষ্কা কিরণ মোরেকে। তার খোঁজ পেতে সমাজিক মাধ্যমের দ্বারস্থ হয়েছেন বলিউড এই অভিনেত্রী।
অনুষ্কার খোঁজ দেওয়ার জন্য সমাজি যোগাযোগ মাধ্যমের নাগরিকদের অনুরোধ জানিয়েছেন সানি। সঙ্গে ঘোষণা করেছেন পুরস্কারও। অনুষ্কার খোঁজ এনে দিতে পারলে বড়সড় পুরস্কাররের ঘোষণাও দিয়েছেন তিনি।
নিজের সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার একটি ছবি পোস্ট করে সানি ঘোষণা করেন, তাকে ফিরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকার নগদ পুরস্কার দেবেন তিনি। সেই সাথে অনুষ্কার ছবির বিবরণীতে তার সম্পর্কে সব তথ্য দিয়েছেন সানি। অনুষ্কার বয়স, কোথা থেকে নিখোঁজ হয়েছে সে, তাকে খুঁজে পেলে কোন নম্বরে যোগাযোগ করতে হবে— সব তথ্যই রেখেছেন অভিনেত্রী।
এছাড়া মেয়েকে খুঁজে দেওয়ার জন্য ১১ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছেন তাঁর মা-বাবা। অনুষ্কাকে খুঁজে দিতে পারলে সেই ১১ হাজার টাকার সঙ্গে আরও ৫০ হাজার টাকা দেবেন তিনি, জানিয়েছেন সানি। শুধু তাই-ই নয়, মুম্বই পুলিশ, বিএমসিকে ট্যাগ করে অনুষ্কার নিখোঁজ হওয়ার সময় ও স্থানও জানিয়েছেন তিনি