৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ইজতেমা করবে জুবায়েরপন্থীরা

৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ইজতেমা করবে জুবায়েরপন্থীরা

দেশনেত্র প্রতিবেদক :

পূর্ব ঘোষণা অনুয়ায়ী আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্বের বিশ্ব ইজতেমা করবে জুবায়েরপন্থীরা। তবে যাদের হাত রক্তে রঞ্জিত তাদের ইজতেমা করার নৈতিক অধিকার নাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে কাকরাইল মসজিদ প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মামুনুল জক এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘সাদপন্থিরা নিরীহ মুসল্লীদের ওপর ঘুমন্ত অবস্থায় হামলা চালিয়েছে। নিহত করেছে তিনজনকে। আহত করেছে শতাদিক লোককে। যাদের হাত রক্তে রঞ্জিত তাদের ইজতেমা করার নৈতিক অধিকার নেই।’

তিনি বলেন, ‘হত্যাকারীদের আগে বিচার করতে হবে তারপর ইজতেমা নিয়ে আলোচনা হবে। বিচারের আগে কোনো আলোচনা নয়, এমনকি কোনো ইজতেমা নয়।’

তিনি বলেন, ‘আগামী ৩১ জানুয়ারি থেকে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা পূর্ব ঘোষণা অনুয়ায়ী চলবে। আর দ্বিতীয় পর্বের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। কারন যারা হত্যাকারী, যাদের হাত রক্তে রঞ্জিত, যাদের হাত লাল তারা কিভাবে ইজতেমা করবে। রক্তের ওপর দাড়িয়ে কি ইজতেমা হয়?  এটা হতে পারে না। বিচারের আগে ইজতেমা নয়। কোন আলোচনাও নয়।‘

এদিকে, টঙ্গীর ইজতেমা ময়দান দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনার পর রাজধানী কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

আজ শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

এছাড়াও

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

দেশনেত্র প্রতিবেদক : রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *