ভোটকেন্দ্রে গ্রামপুলিশকে শ্বাসরোধে হত্যা
সংগৃহীত ছবি

ভোটকেন্দ্রে গ্রামপুলিশকে শ্বাসরোধে হত্যা

জেলা প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চর আরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে রাতে পাহারায় থাকা রনজিৎ কুমার দে (৪৫) নামে এক গ্রামপুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় পুলিশ ভোটকেন্দ্রের পাশে মেহগনি বাগান থেকে রনজিতের মরদেহ উদ্ধার করে।

রনজিৎ বালিয়াকান্দি উপজেলার চরআড়কান্দি গ্রামের মৃত শিবেন্দ্র নাথ দের ছেলে।

জানা যায়, গ্রামপুলিশ রনজিৎ বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য আসেন। তার সঙ্গে বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. ইউসুফ হোসেন ছিলের। শুক্রবার রাত অনুমানিক সাড়ে ৩টার সময় রনজিৎ প্রকৃতির ডাকে সাড়া দিতে স্কুলের পেছনে মেহগনি বাগানে যান। প্রায় আধাঘণ্টা হয়ে গেলেও ফিরে না আসায় নৈশপ্রহরী ডাকাডাকি করতে থাকেন। সাড়া না দেওয়ায় বিষয়টি তিনি তার স্কুলের প্রধান শিক্ষক ও স্থানীয় ইউপি মেম্বারকে ফোনে জানান।

পরে আজ ভোর ৫টায় খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশে বাগানে তার মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে রনজিৎ কুমারকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘গ্রামপুলিশ সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এছাড়াও

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৩ শতাংশ: বিশ্বব্যাংক

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৩ শতাংশ: বিশ্বব্যাংক

দেশনেত্র ডেস্ক : চলতি বছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৩ দশমিক ৩ শতাংশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *