১৪ জুলাইয়ের পর মৃত্যুহীন দিন দেখলো আজ বাংলাদেশ
সংগৃহীত ছবি

ডেঙ্গু:১৪ জুলাইয়ের পর মৃত্যুহীন দিন দেখলো আজ বাংলাদেশ

দেশনেত্র অনলাইন ডেস্ক:

পাঁচ মাস বাদে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে মৃত্যুহীন দিনের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত একদিনে কারও মৃত্যু না হলেও ১৭৯ জন রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে এমন মৃত্যুহীন দিন দেখা গেছে গত ১৪ জুলাই।

তবে এরইমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুতে উলম্ফন ঘটেছে, যেমনটি আর কোনো বছরেই দেখা যায়নি।

এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৮ হাজার ৯৮২ জনে। এর আগে ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়ায়, সে বছর ডেঙ্গু হাসপাতালে ভর্তি হয় ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।

এবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৭৮ জনে। গত বছর২০২২ সালে ডেঙ্গু কেড়েছিল ২৮১ জন প্রাণ, সেটিই ছিল গত বছর পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে দেখা গেছে, গত ১৪ জুলাই ডেঙ্গুতে কারও মৃত্যু না হলেও সে মাসেই রোগটি কাড়ে ২৯৪ জনের প্রাণ। অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন, নভেম্বরে ২৭৪ জন মারা যায়। ডিসেম্বরে এসে আক্রান্তের পাশাপাশি মৃত্যুও কমেছে। গত ১৬দিনে ৫৬ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এছাড়াও

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

দেশনেত্র প্রতিবেদক : রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *