বাংলাদেশে নির্বাচনী সহিংসতার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার পরামর্শ
ফাইল ছবি

বাংলাদেশে নির্বাচনী সহিংসতার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার পরামর্শ

ডেস্ক রিপোর্ট :

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশে সংঘাত ও সহিংসতার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

রোববার (২১ মে) বিকেলে মার্কিন দূতাবাস ডেমোনস্ট্রেশন অ্যালার্ট শিরোনামে প্রচারিত হালনাগাদ করা ভ্রমণ সতর্কবার্তায় এই পরামর্শ দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন নাগরিকদের জন্য জারি করা ওই সতর্কবার্তা ঢাকা এবং বাংলাদেশের অন্য শহরগুলোর জন্যও প্রযোজ্য হবে।

ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির আগে বা ওই সময়ে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে ওই নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের সমাবেশ এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে। সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়তে পারে এবং এগুলোর গতি তীব্রতর হতে পারে। সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের আগাম সতর্কতা মেনে চলা উচিত।

মার্কিন দূতাবাসের ওই বার্তায় আরও বলা হয়, নাগরিকদের মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ বিক্ষোভগুলো যেকোনো সময় সংঘাতময় হয়ে উঠতে পারে, এগুলো মুহূর্তের মধ্যে সহিংসতায় রূপ নিতে পারে। এই পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের বড় সমাবেশ ও বিক্ষোভের স্থানগুলো এড়িয়ে চলতে হবে।

এছাড়াও

মাগুরায় ধষর্ণের শিকার শিশু আছিয়া মারা গেছে

মাগুরায় ধষর্ণের শিকার শিশু আছিয়া মারা গেছে

দেশনেত্র প্রতিবেদক : মাগুরায় ধষর্ণের শিকার সেই শিশুটি মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *