ত্বকের স্বাস্থ্য : দেশনেত্র
প্রতীকী ছবি : দেশনেত্র

ত্বকের আর্দ্রতা কমছে কি না ,বুঝবেন যে ৫ লক্ষণ দেখে

ডেস্ক রিপোর্ট :

ত্বকের আদ্রতা হ্রাস পেলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। অনেকেই ধারণা, মরসুম ভেদে ত্বকের সমস্যার পার্থক্য দেখা যায়। ত্বক বিশেষজ্ঞরা অবশ্য এর সঙ্গে একমত নন। ত্বকে যদি কোনও সমস্যা থেকে থাকে, তা সব সময়েই থাকে।গ্রীষ্মে এই সমস্যা বেশি দেখা গেলেও, বর্ষাতেও কিন্তু শুকিয়ে যেতে পারে ত্বক। সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি ত্বকের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। পর্যাপ্ত আর্দ্রতার অভাবে ত্বকে অল্প বয়সেই চলে আসতে পারে বলিরেখা।

আসুন জেনে নেওয়া কোন ৫ লক্ষণ দেখে বুঝবেন ত্বকের আর্দ্রতা হারাচ্ছে :

১) ত্বকে র‌্যাশ, চুলকানি, ব্রণ হওয়া।

২) ত্বক অতিমাত্রায় স্পর্শকাতর হয়ে যাওয়া। ত্বকে লালচে ভাব, মেচেতার উপদ্রব।

৩) বলিরেখা, চোখের তলায় কালি পড়ে যাওয়া।

৪) ত্বকের ঔজ্জ্বল্য হ্রাস পাওয়া। ত্বক ক্রমশ নিস্তেজ হয়ে পড়া।

৫) আর্দ্রতাহীন ত্বক অতিমাত্রায় শুষ্ক হয়ে পড়ে। শুষ্ক ত্বকে নানা রকম লালচে দাগ ছোপ আসা।

এছাড়াও

তৃতীয় দফা বন্যার কবলে সিলেট

তৃতীয় দফা বন্যার কবলে সিলেট

সিলেট প্রতিনিধি :     তৃতীয় বার বন্যার কবলে পড়লো সিলেট। ভারী বৃষ্টি ও উজান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *