দানবাক্সে মিলল ১৫ বস্তা টাকা!

দানবাক্সে মিলল ১৫ বস্তা টাকা!

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কি‌শোরগঞ্জ পাগলা মস‌জি‌দের দানবাক্স খু‌লে পাওয়া গে‌ল ১৫ বস্তা টাকা, স্বর্ণালঙ্কার এমনকি বিদেশি মুদ্রাও পাওয়া গেছে।

শনিবার (১ অক্টোবর) সকা‌লে পাগলা মসজিদের ৮টি লোহার দানবাক্স খোলা হয়। মাত্র তিন মাসের ব্যবধা‌নে বিপুল অঙ্কের এ টাকা পাওয়া গেছে।

জেলা প্রশাস‌নের ঊর্ধ্বতন কর্মকর্তা‌দের উপ‌স্থি‌তি‌তে স্থানীয় এক‌টি ব্যাংকের ৫০ জন কর্মকর্তা-কর্মচারী, মস‌জিদ ক‌মি‌টির ৩৫ জন, মসজিদ ক্যাম্পাস মাদরাসার দেড় শতা‌ধিক শিক্ষার্থীসহ মোট দুই শতাধিক ব্যক্তি টাকা গণনার কা‌জে অংশ নেন।সারাদিন ধ‌রে টাকা গণনার কাজ চল‌বে। সন্ধ্যা নাগাদ জানা যা‌বে দা‌নের টাকার অঙ্ক।

সব‌শেষ গত ২ জুলাই মস‌জি‌দের দানবাক্স খোলা হ‌য়। তখন ৩ কোটি ৬০ লাখ ২৮ হাজার ৪১৫ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়। এবার ৩ মাস ১ দিন পর সিন্দুকগুলো খোলা হয়েছে।

দা‌নের টাকা থে‌কে নিজস্ব খরচ মি‌টি‌য়েও জেলার বিভিন্ন মসজিদ- মাদ্রাসা এতিমখানাসহ গরিব ছাত্রদের মাঝে ব্যয় করা হয়। টাকা দেয়া হয় নানা সামা‌জিক কা‌জে। বা‌কি টাকা রুপালী ব্যাংকে জমা রাখা হয়।

পাগলা মস‌জিদ প‌রিচালনা ক‌মি‌টির সাধারণ সম্পাদক পৌর মেয়র মাহমুদ পার‌ভেজ জানান, মস‌জি‌দের দানের টাকা দি‌য়ে শত কো‌টি টাকা ব্য‌য়ে নতুন মস‌জিদ কম‌প্লেক্স নির্মা‌ণের উদ্যোগ নেয়া হ‌য়ে‌ছে।

এছাড়াও

পরিশেষে পদত্যাগ করলেন খেলাঘরের মাহফুজা খানম

দেশনেত্র নিউজ ডেস্ক: এক নাটকীয়তার মধ্য দিয়ে অবশেষে পদত্যাগে বাধ্য হলেন মাহফুজা খানম। এর মধ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *