যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের ইতিবাচক সাড়া

যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের ইতিবাচক সাড়া

 

আন্তর্জাতিক ডেস্ক :

 

গাজায় নতুন যুদ্ধবিরতির জন্য একটি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। গতকাল মঙ্গলবার এমনটি জানিয়েছে গুরুত্বপূর্ণ মধ্যস্ততাকারী দেশ কাতার।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল সানি।

পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রস্তাবটির ব্যাপারে হামাসের প্রতিক্রিয়া সাধারণভাবে ইতিবাচক। এদিকে ব্লিঙ্কেন বলেন, হামাস যে প্রস্তাবটিতে সাড়া দিয়েছে সেটি প্রস্তুত করেছে কাতার, মিসর এবং যুক্তরাষ্ট্র। আর ইসরায়েলি কর্মকর্তাদের প্রস্তাবটির ব্যাপারে জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্য সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি বুধবার ইসরায়েল সফর করার সময় এ নিয়ে ইসরাইলি কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেই হামলায় অন্তত ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। এরপর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়লে বাহিনী, যা এখনো অব্যাহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় সাড়ে ২৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এছাড়াও

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

দেশনেত্র প্রতিবেদক : রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *