চাঁদের মাটিতে বিধ্বস্ত রাশিয়ার মহাকাশযান
সংগৃহীত ছবি

চাঁদের মাটিতে বিধ্বস্ত রাশিয়ার মহাকাশযান

অনলাইন ডেস্ক :

চাঁদের মাটিতে বিধ্বস্ত হয়েছে রাশিয়ার মহাকাশযান ‘লুনা-২৫’।সোমবার চাঁদে নামার কথা ছিল রাশিয়ার এ মহাকাশযানটির।

রুশ মহাকাশ সংস্থা রসকসমসকে বরাতে রবিবার জার্মানির সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।

সোমবার চাঁদে নামার কথা ছিল রাশিয়ার যানের। আর এক ধাপ পেরোলেই মহাকাশযানটি চাঁদের সবচেয়ে কাছের কক্ষপথে পৌঁছে যেত। কিন্তু তার আগেই এ বিপর্যয়  ঘটল। শনিবার সর্বশেষ কক্ষপথে নামার আগে ‘জরুরি পরিস্থিতি’র সম্মুখীন হয় লুনা-২৫। এর ফলে নির্দিষ্ট পরিমাপ এবং পরিকল্পনা অনুযায়ী তাকে কক্ষপথে পৌঁছে দেওয়া যায়নি। নির্ধারিত গতির থেকে বেশি গতিতে ছুটে সেটি চাঁদের মাটিতে ভেঙে পড়ে।

ওদিকে চাঁদের দক্ষিণ মেরুতে বুধবার নামার কথা ভারতের চন্দ্রযান-৩-এর। মূল মহাকাশযান থেকে বিচ্ছেদের পর গতি কমিয়েছে ভারতীয় চন্দ্রযান। রবিবার দ্বিতীয় দফায় গতি কমানো হবে। পাখির পালকের মতো আলতো করে চাঁদের মাটিতে অবতরণ করানো হবে ভারতীয় চন্দ্রযানকে। যা ‘সফট ল্যান্ডিং’ নামে পরিচিত। বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে নামার কথা ল্যান্ডার ‘বিক্রমের’।

গত ১৪ জুলাই চাঁদের দেশের উদ্দেশে পাড়ি দিয়েছিল চন্দ্রযান ৩। প্রায় এক মাস পর রওনা দেয় রাশিয়ার মহাকাশযান। ১০ অগস্ট চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল লুনা-২৫। সোমবার চাঁদের মাটিতে নামার কথা ছিল রুশ মহাকাশযানের।

 

এছাড়াও

ম্যানহাটনে বন্দুক হামলা: বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ নিহত চার

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা: বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ নিহত চার

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *