২৮ বছরের ছেলের বৌকে লুকিয়ে বিয়ে করেছেন ৭০ বছর বয়সি শ্বশুর !
ফাইল ছবি / Deshnetrow

২৮ বছরের ছেলের বৌকে লুকিয়ে বিয়ে করেছেন ৭০ বছর বয়সি শ্বশুর !

আন্তর্জাতিক ডেস্ক :

৭০ বছর বয়সি এক বৃদ্ধ বিয়ে করেছেন তাঁর ২৮ বছর বয়সি পুত্রবধূকে। ঘটনাটি ঘটেছে ভারতের গোরক্ষপুরের ছাপিয়া উমরাও গ্রামে। এই বিয়ের ব্যাপারটি দীর্ঘদিন কেউ জানতে পারেননি। পুরোটাই হয়েছে গোপনে।

সম্প্রতি তাঁদের বিয়ের একটি ছবি প্রকাশ্যে এসেছে। তার পর থেকেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় থানার চৌকিদার কৈলাস যাদব নামে ওই বৃদ্ধ অনেক দিন ধরে বিপত্নীক। ১২ বছর আগে তাঁর স্ত্রী মারা গেছেন। তার পর থেকে তিন ছেলে বৌমাকে নিয়েই কৈলাসের সংসার। তবে কিছু দিন পরে কৈলাসের কনিষ্ঠ পুত্র মারা যান। স্বামীর মৃত্যুর পর বাপের বাড়ি গিয়ে থাকতে শুরু করেন পূজা যাদব। বাড়ির বৌয়ের বাপের বাড়ি গিয়ে থাকার সিদ্ধান্তে রাজি ছিলেন না কৈলাস। কিছু দিন পর আবার শ্বশুরবাড়ি ফেরেন পূজা। এবং সেখানেই থাকতে শুরু করেন তিনি।

কৈলাস যে পূজাকে বিয়ে করেছেন, তা টের পাননি বাড়ির লোকেরাও। প্রতিবেশীদের মনেও কোনও সন্দেহ জাগেনি। গ্রামের অন্য লোকেরাও জানতে পারেননি কিছু। কৈলাস পূজাকে সিঁদুর পরাচ্ছেন, এমন একটি ছবি হঠাৎ করেই প্রকাশ্যে এসছে। সে ছবি দেখে চমকে গেছে গোটা গ্রাম।

বারহালগঞ্জ থানা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। থানার ইনস্পেক্টর জে এন শুক্ল জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে তাঁরা অবগত ছিলেন না। আসলে কী ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়াও

নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় বিপুল অংকের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন নেপালের আদালত 

নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় বিপুল অংকের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন নেপালের আদালত 

অনলাইন ডেস্ক : ২০১৮ সালে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিধ্বস্ত হয়ে ৫১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *