অভিনেত্রী শারমিন আঁখি/Deshnetrow
অভিনেত্রী শারমিন আঁখি/Deshnetrow

অভিনেত্রী শারমিনের শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে

বিনোদন ডেস্ক :

শুটিং চলাকালীন বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ হয়েছেন অভিনেত্রী শারমিন আঁখি। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন এই অভিনেত্রী। তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে।

রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শুটিংয়ে শনিবার (২৮ জানুয়ারি) শারমিন আহত হন বলে জানান তার স্বামী নির্মাতা রাহাত কবির।

তিনি বলেন, ‘সজলের সঙ্গে একটি টেলিফিল্মের শুটিং ছিল মিরপুর সাড়ে এগারোতে। দুপুরের দিকে আঁখি মেকআপ নিয়ে ওয়াশরুমে যান চুল ঠিক করতে। হেয়ার স্টেটমেন্ট অন কিংবা অফ করতে গিয়ে এ ঘটনাটি ঘটে।’

রাহাত কবির আরও বলেন, ‘শুটিং হাউজটি সম্পূর্ণ নতুন। এটি এই হাউজের দ্বিতীয় কাজ। পেইন্টিংয়ের স্মেল থেকেও হতে পারে। তবে কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না। বিস্ফোরণে বাথরুমের দরজা ভেঙে যায় এবং চিৎকার করে আঁখি বেরিয়ে আসে। ততক্ষণে দুই হাত, পা ও কপালের একাংশ, চুলসহ ৩৫ শতাংশ বার্ন হয়ে যায়।’

এছাড়াও

বাংলাদেশ পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ 'পিএনএস সাইফ '

বাংলাদেশ পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস সাইফ ‘

দেশনেত্র ডেস্ক  : চার দিনের শুভেচ্ছা সফরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ চট্টগ্রাম বন্দরে এসে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *