নিজস্ব প্রতিনিধি :
আজ মঙ্গলবার সপ্তাহের ২য় দিনেও শেয়ার বাজারের উর্ধ্বমুখী প্রবনতা বিনিয়োগকারীদের মধ্যে আশার আলো দেখাচ্ছে।
আজকের দিনটি শেয়ার বাজারে বিনিয়োগকারীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন ছিল। কারন আজকে মাসের শেষ সেই সাথে বছরের শেষ লেনদেন ছিল।
আজ বাজার শুরুতে ধনাত্মক প্রবনতা থাকলেও সময় বাড়ার সাথে সাথে লেনদেনে কিছুটা ধীরগতি থাকলেও শেষ মুহূর্তে বাজার প্লাস দিয়ে শেষ হয়। এবং শেষ মুহূর্তে অনেক বায়ার বাজারে ক্রয় শুরু করে। যার ফলে বাজার শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়।
আজকে ডিএসই সুচক সর্বোচ্চ ৫২২৫.৮৬ পয়েন্ট উঠে এবং সর্বনিম্ন ৫২০২.০২ পর্যন্ত নামে। এবং দিনশেষে ১১.৬৬ পয়েন্ট বেড়ে বাজার শেষ করে।
আজকে বাজারের লেনদেন গতদিনের তুলনায় কিছুটা বেশি। আজকে বাজারে সর্বমোট লেনদেনের পরিমাণ ৩৭৩.৮৭ কোটি টাকা।
আজ বাজারে বিক্রির অনেক চাপ লক্ষ করা যায়। আজ লেনদেনকৃত মোট শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৪১ টির, দাম কমেছে ১৮৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১ টি শেয়ারের।
আজকের বাজার অনেক দিন পর বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হলেও আশার-আলো সঞ্চার করেছে।
বাজার বিশ্লেষকদের মতে জানুয়ারি থেকে বাজারে একটা উর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখবে।