নিজস্ব প্রতিবেদক:
২০২৫ সালের ১ম কর্মদিবস এবং সপ্তাহের ৩য় কার্যদিবসে পুঁজিবাজারের আচরণ বিনিয়োগকারীদের হতাশ করেছে। আজ ডিএসই এর প্রধান সুচক ১.৭২ পয়েন্ট বাড়লেও লেনদেন কমেছে গত দিনের তুলনায়। বাজারে অংশগ্রহণ করা সব শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৩০ টি কোম্পানির, দাম কমেছে ১৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯ টি কোম্পানির।
আজকের পূঁজিবাজার পজিটিভ দেখালেও প্রকৃতপক্ষে সুচক অনেক কমেছে। নিয়ন্ত্রণ সংস্থা বিশেষ কিছু শেয়ারের দাম বাড়িয়ে কৃত্রিম ভাবে বাজারকে উর্ধ্বমুখী দেখাচ্ছ।
আজকের বাজারের ইনডেক্স মুভার গুলো দেখলেই বাজারের আসল চিত্র দেখা যায়।
আজ ইনডেক্সে ইসলামী ব্যাংক বেড়েছে ১৫.৪৫ পয়েন্ট, রবি আজিয়াটা বেড়েছে ২.৪১ পয়েন্ট, প্রিমিয়ার ব্যাংক বেড়েছে ১.৬৯ পয়েন্ট।
এ থেকেই বোঝা যায় বড় বিনিয়োগকারীরা এখনও বাজারে আসছে না।