নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশর শেয়ার বাজারে বর্তমানে দূর্বল ও মৌলভিত্তিহীন শেয়ারের আধিপত্য লক্ষ করা যাচ্ছে। সাপ্তাহিক শীর্ষ দল বৃদ্ধির ১০ টি শেয়ারের মধ্যে ১ টি বি গ্রুপ ও ১ টি এ গ্রুপ বাকি ৮ টি শেয়ার ই জেড গ্রুপের অন্তর্ভুক্ত।
গেইনারের শীর্ষে থাকা এ গ্রুপের শেয়ার টি হল “গ্রামীন ওয়ান স্কীম ২ । সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দাম ১০.৭৭% বেড়েছে। সপ্তাহ শেষে ১.৪০ টাকা বেড়ে দিন শেষে শেয়ারটির দাম দাড়ায় ১৪.৪০ টাকা।
অপর বি গ্রুপের শেয়ার টি হল লিগেছি ফুট ওয়ার। সপ্তাহ ব্যবধানে শেয়ারটির দর ২১.৭১% বেড়েছে। সপ্তাহ শেষে ১০.৯০ টাকা বেড়ে আজ দিন শেষে শেয়ারটির দাম দাড়ায় ৬১.১০ টাকা।
বাকি ৮ শেয়ার ই জেড গ্রুপের অন্তর্ভুক্ত। এই শেয়ারগুলো হল ওয়েষ্টারন মেরিন শিপইয়ার্ড বেড়েছে ২০.৩১%, কেপিপিএল বেড়েছে ১৮.০৬%, বিডি-থাই অ্যালুমিনিয়াম বেড়েছে ১৭.১৪%, ওসমানীয়া গ্লাস শীট বেড়েছে ১৪.৭৬%, ফার কেমিক্যাল বেড়েছে ১৪.৪৩%, সার্প ইন্ডাস্ট্রিস বেড়েছে ১১.৫৪%, সেন্ট্রার্ল ফার্মাসিউটিক্যালস বেড়েছে ১১.২৫% এবং লূব-রেফ বিডি বেড়েছে ১১.০২%।