অর্থনীতি/জাতীয়
নিজস্ব প্রতিবেদক :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন মূল্যস্ফীতি কমার সুখবর আসছে। আগামী মাসে মূল্যস্ফীতি আরও কমবে। সরকারের সুনির্দিষ্ট নীতি-কৌশল নেওয়ার কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসেছে।
আজ সোমবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ভবনে প্রাথমিক ফলাফলের শুমারি-পরবর্তী যাচাই (পিইসি) কার্যক্রমের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন,এ মাসে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া বাগে এসেছে। গত মাসে বেড়েছিল, কিন্তু এ মাসে অনেক কমে গেছে। আগামী মাসে আরও কমবে। কতটা কমেছে, সেটা কয়েক দিনের মধ্যে জানা যাবে বলে জানান তিনি।
বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা বিভাগের সচিব মো. মামুন-আল-রশীদ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. মতিয়ার রহমান।