নিজস্ব সংবাদদাতা :
রাজধানীর ঢাকার মিরপুর ও পল্লবী থানা এলাকার পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা চালকরা সঙ্গবদ্ধ হামলা চালিয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, শুক্রবার সকালে মিরপুর ১০ নম্বর আদর্শ স্কুলের সামনে একটি ব্যাটারিচালিত রিকশা আটকিয়ে রাখেন ট্রাফিক পুলিশ মিজানুর। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ২৫-৩০ জন অটোরিকচালক একত্রিত হয়ে মিজানুরের ওপর হামলা চালান।
হামলাকারীরা ইট দিয়ে মিজানুরের মুখ থেঁতলে দিয়ে রিকশা নিয়ে পালিয়ে যান এবং মিরপুর ১০ নাম্বার ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে।
পরবর্তীতে মিরপুর ১২,কালশী, পূরবী, সাগুফতা,মিরপুর ১ সহ কয়েকটি ট্রাফিক পুলিশবক্সে সঙ্ঘবদ্ধ হয়ে হামলা চালান ব্যাটারিচালিত রিকশাচালকরা।
ট্রাফিক পুলিশের পল্লবী জোনের এসি ইলিয়াস হোসেন বলেন, সকালে ব্যাটারিচালিত রিকশা আটকের পর চালকরা একজোট হয়ে ট্রাকিকবক্সে হামলা চালান। তারা ৫টি ট্রাফিক পুলিশবক্স ভাঙচুর করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।