দুর্ঘটনায় কেবল একমাসেই ঝরে গেল ৪৭৬টি প্রাণ
দুর্ঘটনায় কেবল একমাসেই ঝরে গেল ৪৭৬টি প্রাণ

দুর্ঘটনায় কেবল একমাসেই ঝরে গেল ৪৭৬টি প্রাণ

নিজস্ব প্রতিবেদক :

চলতি বছরের সেপ্টেম্বরে সারাদেশে ৪০৭টি সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে ১৮২টি। সবচেয়ে বেশি ১৬৯ জনের মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। যা মোট নিহতের ৩৫ দশমিক ৫০ শতাংশ।

সোমবার (৩ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয় প্রতিবেদনটি।

প্রতিবেদনের তথ্যমতে, নিহতের মধ্যে নারী ৬২ ও শিশু ৭৭ জন রয়েছেন। এ ছাড়া পথচারী ১০৩ জন, যানবাহনের চালক ও সহকারী ৬৩ জন, শিক্ষার্থী ৬২ জন এবং ১৪ জন শিক্ষক নিহত হয়েছে। নৌ দুর্ঘটনায় ৭৮ জন নিহত, রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।

দুর্ঘটনাগুলোর মধ্যে ১৩৪টি জাতীয় মহাসড়কে, ১৫৮টি আঞ্চলিক সড়কে, ৭৩টি গ্রামীণ সড়ক এবং ৩৬টি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ৬টি সংঘটিত হয়েছে।
এর আগে, গত মাসে (আগস্ট) সড়ক দুর্ঘটনায় ৫১৯ জন নিহত হয়েছিল।

এছাড়াও

গ্রেপ্তার এড়াতে পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ.লীগ নেত্রী

গ্রেপ্তার এড়াতে পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ.লীগ নেত্রী

চট্টগ্রাম প্রতিনিধি : গতকাল রাতে চট্টগ্রাম নগরের চকবাজার থেকে আওয়ামী লীগ নেত্রী নাজনীন সরওয়ার কাবেরীকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *