ফোনালাপ ফাঁসের জেরে বরখাস্ত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

ফোনালাপ ফাঁসের জেরে বরখাস্ত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রাকে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। ক্যাম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফোনে কথোপকথনের একটি অডিও ফাঁসকে কেন্দ্র করে ক্রমবর্ধমান চাপের মুখে আদালতের পক্ষ থেকে এ সিদ্ধান্তে এলো।

মঙ্গলবার (১ জুলাই) বিবিসির খবরে বলা হয়, ফাঁস হওয়া ওই ফোন কলকে ঘিরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর্বতসম চাপে ছিলেন তিনি। ফোনে সীমান্ত বিরোধ নিয়ে হুন সেনের সঙ্গে পেতংতার্নের কথা হয়েছিল। ফোনালাপের সময় পারিবারিকভাবে পরিচিত হুন সেনকে ‘আঙ্কেল’ সম্বোধন করে তাকে ‘সহযোগিতা’ করার আশ্বাস দিয়েছিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী।

এছাড়া ক্যাম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধ প্রসঙ্গে নিজ দেশের সামরিক বাহিনীর এক কমান্ডারের তীব্র সমালোচনাও করেছিলেন পেতংতার্ন। এই ফোনালাপ ফাঁস হওয়ার পর ক্ষোভের সৃষ্টি হয় থাইল্যান্ডবাসীর মধ্যে। প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে রাজধানী ব্যাংককে বিক্ষোভ সমাবেশ করেন হাজার হাজার মানুষ।

পেতংতার্ন হলেন শক্তিশালী শিনাওয়াত্রা বংশের তৃতীয় রাজনীতিবিদ, যারা গত দুই দশক ধরে থাই রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছে। সাংবিধানিক আদালত তাকে বরখাস্ত করার জন্য ৭-২ ভোটে ভোট দিয়েছে এবং তার বরখাস্তের মামলাটি বিবেচনা করছে। তবে, পেতংতার্নের আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিন সময় রয়েছে।

প্রধানমন্ত্রী বরখাস্তের কারণে এখন উপ-প্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিট দেশের ভারপ্রাপ্ত নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। যদি তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয় তাহলে গত বছরের আগস্টের পর থেকে পেতংতার্ন হবেন ফিউ থাই পার্টির দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হবেন। ৩৮ বছর বয়সী  থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ এই প্রধানমন্ত্রী তার খালা ইংলাক সিনাওয়াত্রার পর দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন।

এছাড়াও

এনবিআরের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৬ নেতার দুর্নীতি অনুসন্ধানে দুদক

দেশনেত্র প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাছান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *