নিজস্ব প্রতিবেদক :
ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ারের এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে বনানীর বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর রাতেই পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করে পুলিশ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বনানীর একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল। রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
শাহরিয়ার কবিরের মেয়ে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন সে বিষয়ে পুলিশ জানাতে পারেনি।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল বলেন, বৃহস্পতিবার (৮ জুন) অর্পিতা শাহরিয়ারের লাশ দাফন করা হয়েছে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে, তার মায়ের কবরে। তিনি কি কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে, ২০২০ সালের জানুয়ারিতে স্ত্রী কে হারান শাহরিয়ার কবির।