আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্বের অন্যতম ধনী মন্দির ভারতের তিরুপতি মন্দির।আর এর মালিক ভগবান ভেঙ্কটেশ্বর। তিরুপতি মন্দির এর মোট সম্পদের পরিমাণ প্রায় ৮৫ হাজার ৭০৫ কোটি টাকা।
লাখ লাখ ভক্ত সমাগম হয় এই মন্দিরে। এইতিরুপতি মন্দির দেবস্থানের সম্পত্তির পরিমাণ নিয়ে ভক্তকুলে কৌতূহলের সীমা নেই।এ বার সেই সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে এল।
অন্ধ্রপ্রদেশে তিরুপতি মন্দিরের পরিচালন পর্ষদ ‘তিরুমালা তিরুপতি দেবস্থানম’ (টিটিডি) মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ নিয়ে তথ্য পেশ করেছে। সারা ভারতে টিটিডি-র সম্পত্তির পরিমাণ কম নয়।

টিটিডি চেয়ারম্যান ওয়াইভি সুব্বা রেড্ডি জানিয়েছেন, মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ ৮৫ হাজার ৭০৫ কোটি টাকা।
সম্পত্তির খতিয়ান তুলে ধরতে গিয়ে টিটিডি চেয়ারম্যান বলেছেন, ‘‘দেশ জুড়ে মন্দিরের অছি পরিষদের মোট ৯৬০টি সম্পত্তি রয়েছে।