সালাউদ্দিনকে পদত্যাগের আল্টিমেটাম

সালাউদ্দিনকে পদত্যাগের আল্টিমেটাম

ক্ষমতার পালা বদলের সঙ্গে সংস্কারের ছোঁয়া লেগেছে দেশের ক্রীড়াঙ্গনে। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক সংসদ সদস্য ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। অনেক দিন থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবি করে আসছিলেন ফুটবল সমর্থক ও সাবেক খেলোয়াড়রা।

এবার কাজী সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে বিএনপি পন্থী ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলাররা। শনিবার (৩১ আগস্ট) বাফুফে ভবনের সামনে জড়ো হয়ে এ ঘোষণা দেন তারা।

বিএনপি নেতা ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সালাউদ্দিনের পদত্যাগ দাবি করে বলেন, ‘ফুটবল ফেডারেশনে সালাউদ্দিন সহ অন্যদের থাকার অধিকার নেই। তারা দুর্নীতি ও ফুটবলকে নিচে নামিয়েছে।’

বাইরের হস্তক্ষেপের কারণে ফিফার নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশ। এ বিষয়ে জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিক উপায়ে ফুটবল ফেডারেশনে পরিবর্তন চাই। ফিফার সঙ্গে আলোচনা করেই সব কিছু করা যাবে। তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন বাঁচাতে সেটা সালাউদ্দিনের পদত্যাগের বিকল্প নেই।’

এছাড়া বিএনপির অন্যতম শীর্ষ নেতা ও ক্রীড়া উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুস সালাম বলেন, ‘কাজী সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। তিনি যদি পদত্যাগ না করলে ক্রীড়াঙ্গন থেকে অবাঞ্ছিত হবে।’

এছাড়াও

গুজব–ভুল তথ্য ছড়ানো হচ্ছে, বিভ্রান্ত হওয়া যাবে না: সেনাপ্রধান

গুজব-ভুল তথ্য ছড়ানো হচ্ছে, বিভ্রান্ত হওয়া যাবে না: সেনাপ্রধান

দেশনেত্র ডেস্ক : সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *