সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দেশনেত্র ডেস্ক :

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অসুস্থতার কারণে এই ম্যাচে বাংলাদেশ একাদশে নেই সদ্য ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ। তার জায়গায় একাদশে এসেছেন স্পিনার নাঈম হাসান।

এ ম্যাচে শ্রীলঙ্কার হয়ে অভিষেক হতে যাচ্ছে টপ অর্ডার ব্যাটার লাহিরু উদারা এবং স্পিনার থারিন্দু রত্নায়েকের। আর এই টেস্ট দিয়েই নিজের শেষ টেস্ট খেলতে নামছেন অ্যাঞ্জেলো ম্যাথুস।

মঙ্গলবার (১৭ জুন) টসের পর শান্ত বলেন, আমি সবসময় আগে ব্যাট করতে পছন্দ করি। উইকেটটা শুষ্ক মনে হচ্ছে, চতুর্থ ইনিংসে বোলারদের জন্য সুবিধা হতে পারে। নতুন ম্যাচ, নতুন চ্যালেঞ্জ-ভালো ক্রিকেট খেলতে হবে।

বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, নাঈম হসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশানকা, লাহিরু উদারা, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, মিলান রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে, প্রভাত জয়াসুরিয়া, আসিতা ফার্নেন্দো।

এছাড়াও

ত্রয়োদশ সংসদ নির্বাচন: খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ আগস্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচন: খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ আগস্ট

দেশনেত্র প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *