স্পোর্টস ডেস্ক :
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ম্যাচে ৬ উইকেটে জয় তুলে নিয়ে পাকিস্তানকে নিজ মাটিতে ২-০ তে সিরিজ জিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
দিনের প্রথম ১১ ওভারেই দুবার যা উদযাপনের সুযোগ পেল পাকিস্তান। বিনা উইকেটে ৪২ রানে দিন শুরু করে দলের রান ৭০ হতে হতেই বিদায় নেন দুই ওপেনার জাকির হাসান (৪০) ও সাদমান ইসলাম (২৪)। সেখানেই শেষ, সেশনের বাকিটা সময় পাকিস্তানকে আর কোনো সুযোগ দেয়নি বাংলাদেশ। নাজমুল হাসান শান্ত ও মুমিনুল হকের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশের পথটা আরও কমিয়ে এনেছে সফরকারীরা।
গতকাল সোমবার টেস্টের চতুর্থ দিন শেষেই পরিষ্কার হয়ে গিয়েছিল। বাবর আজম-শান মাসুদদের হোয়াইটওয়াশ করতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দরকার ছিল ১৮৫ রান, এর মধ্যে গতকালই বিনা উইকেটে ৪২ রান তোলে বাংলাদেশ। বৃষ্টি বাধ সাধায় গতকাল খেলা সেখানেই থেমে যায়। পাকিস্তানকে হোয়াইটওয়াশ উপহার দেওয়ার অপেক্ষাও বাড়ে বাংলাদেশের।
আজ দিনে রানে ২ উইকেট যাওয়ার পর যদিও কিছুটা শঙ্কার মেঘ জড়ো হয়েছিল, অধিনায়ক শান্তর সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ৫২ রান তুলে সে শঙ্কার মেঘ দূরে সরিয়েছেন মুমিনুল হক।
ম্যাচ শেষে সাকিব আল হাসান ২১ এবং মুশফিকুর রহিম ২২ রানে অপরাজিত থাকেন।ম্যাচ সেরা হয়েছেন লিটন দাস এবং ইনিংস সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ।