বিশ্বমঞ্চে জ্বলুক সাকিব বাহিনী Deshnetrow
বাংলাদেশ ক্রিকেট দল-Deshnetrow

আর নয় কোন কাহিনী, বিশ্বমঞ্চে জ্বলুক সাকিব বাহিনী

বাংলাদেশ,বাংলা ভাষা প্রতিটা বাংলাদেশীর জন্য একটা আবেগের নাম।কি অসাধারণ একটা দেশ আমাদের,চারিদিকে শুধু সবুজ আর নদীবেষ্টিত সৌন্দর্যময় দেশ বাংলাদেশ। এই দেশের প্রতিটা কণায় কণায় সোনা ফলে, সুজলা, সুফলা, শস্য শ্যামলা দেশ আমাদের বাংলাদেশ।

তবে আয়তনের তুলনায় জনসংখ্যা অধিক হওয়ায় সর্বক্ষেত্রে এক ধরণের অস্থিরতা কাজ করে বলে আমার ব্যক্তিগত ধারণা। রাজনীতি, যানজট, অর্থনীতি, শিক্ষাক্ষেত্র, চিকিৎসা, নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণ প্রায় সর্বমহলেই সরকারকে হিমশিম খেতে হয়। যদিও বর্তমান সরকার দেশের অর্থনীতি ও উন্নয়নের গতিকে স্বচল রাখার জন্য সার্বিক প্রচেষ্টা অব্যহত রেখেছে। আশাকরি দেশ অভ্যন্তরীন ও বৈশ্বিক সমস্যা মোকাবেলা করে বিশ্ব দরবারে সম্মানের সাথে তার আসন সুদৃঢ় করবে।

এবার আসা যাক আমার মূল লেখনীতে, দেশের অস্থির কতগুলো ক্ষেত্রের মধ্যে বাংলাদেশ ক্রিকেটও একটি। মাঝে মাঝে আমার কাছে বাংলাদেশের ক্রিকেট টিমটাকে বরই আজব লাগে, আমাদের ক্রিকেটের পূর্ণাঙ্গ একটি বোর্ড আছে যা বিসিবি নামে পরিচিত, কোচিং স্টাফ আছে, নির্বাচক মন্ডলী আছে, আছে ক্রীড়া মন্ত্রণালয়ও। কিন্তু মাঝে মাঝে ক্রিকেটের বর্তমান অবস্থা দেখে মনে হয় দলটা যেন অন্য কোন গ্রহ থেকে এসেছে, কেমন যেন অগোছালো ছন্নছাড়া গোছের মনে হয়। বিশেষ করে টিম সিলেক্টররা কি দেখে, কি মূল্যায়ন করে টিম তৈরী করেন তা বোধগম্য নয়। টি-২০ বিশ্বকাপ শুরু হয়ে গেছে, বাংলাদেশের ১ম খেলা ২৪ তারিখে কিন্তু আমার মনে হচ্ছে আমরা বোধ হয় এখনও সঠিক টিম কম্বিনেশনটাই খুঁজে পেলাম না। এক এক ম্যাচে এক এক রকম টিম সাজাচ্ছি আর হারছি। সাথে সাথে আত্ম-বিশ্বাসটাকেও তলানীতে নিয়ে যাচ্ছি। জানিনা সামনের ম্যাচগুলোতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। লিটন দাস ওপেনার হিসেবে গত ১ বছরে অসাধারণ খেলেছে, অথচ তাকে এখন নিচে নামিয়ে তার ক্যারিয়ারটাকে শেষ করার পাঁয়তারা চলছে। মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম এই তিনজন বিশ্বকাপে যদি খেলতো ভাবুনতো কি সুন্দর একটি দল হতো। অন্যান্য দেশগুলো সিনিয়রদের মূল্যায়ন করে বিশ্বকাপে খেলার সুযোগ করে দেয়। আর আমাদের এখানে বিশ্বকাপের মঞ্চ থেকে সিনিয়রদের বাদ দিয়ে অপমান করা হয়।

আশার কথা- সাব্বির, সাইফুদ্দিনদের বাদ দিয়ে কিছুটা হলেও সংশোধন করেছে দল। তবে আরও ভালো হতো ইয়াসির রাব্বি, শান্ত, ইবাদতের জায়গায় যদি তামিম, মুশফিক আর মাহমুদুল্লাহকে আনা হতো। যাক যা হয়েছে, সেটা নিয়ে আমাদের এগোতে হবে। আশাকরি এই দল নিয়ে আমরা ভালো কিছু করবো।

আমি বাংলাদেশ টিমের একজন অন্ধ সমর্থক হিসেবে আমার ক্ষোভের কথা এখানে লিখলাম। তবে দিন শেষে আমি চায়, আমার বাংলাদেশ এই টিমটা নিয়েই বিশ্বজয় করে ফিরবে। আর সিলেক্টদের কাছে বিনিত অনুরোধ সঠিক ও যোগ্যতা সম্পন্ন প্লেয়াররাই আমাদের বাংলাদেশ টিমে খেলুক আর আমাদের ভালোবাসা ও আবেগের দল বিশ্ব জয় করে দেশের সমস্ত মানুষকে উন্মাদনায় ভাসিয়ে দিক এই প্রত্যাশা রাখছি। জয় হোক বাংলাদেশের ক্রিকেটের সর্বোপরি সমস্ত বাংলাদেশিদের।

লেখক:প্রদীপ কুমার বিশ্বাস

এছাড়াও

শ্বাসরুদ্ধকর সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে যুক্তরাষ্ট্রের জয়

শ্বাসরুদ্ধকর সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে যুক্তরাষ্ট্রের জয়

  দেশনেত্র ডেস্ক :   শ্বাসরুদ্ধকর সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। সুপার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *