অনলাইন ডেস্ক :
লাঞ্চের আগে ধুঁকতে থাকা বাংলাদেশকে একটু একটু করে এগিয়ে নিচ্ছেন মুশফিকুর রহিম। লাঞ্চের আগে-পরে মিলিয়ে মাঠে টিকেও ছিলেন ২৫ ওভার পর্যন্ত।
কিন্তু লাঞ্চ করে এসে মুশফিকের যেন কী হলো! ৪০ দশমিক চার ওভারে জেমিসনের অফের বাইরে একটি লেংথ ডেলিভারির পেছনে ছিল, মুশফিক হাতে এটি ঠেকিয়ে দেন এবং তারপর বল দূরে রাখতে তার ডান হাত ব্যবহার করেন। এটি অফ-স্টাম্পের কাছাকাছি কোথাও ছিল না, আশ্চর্যের বিষয় কেন তিনি তার হাত ব্যবহার করেছিলেন। পরে থার্ড অ্যাম্পায়ার রিপ্লেতে তা দেখে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড (ওবিএস) সিদ্ধান্ত দেন।
বল হাতে নিয়ে আউট অবস্ট্রাকটিং দ্য ফিল্ড (ওবিএস) হওয়া প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকের নাম উঠলো রেকর্ডের খাতায়।
ঢাকার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শুরুতেই মহাবিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। জাকির হোসেন থেকে শুরু করে মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক এমনকি অধিনায়ক শান্তর উইকেটও হারিয়ে বসেছে বাংলাদেশ।
১০ ওভার পর থেকে নিয়মিত উইকেট হারানোর তালিকায় শান্তর আউটে যেন টাইগার শিবিরে আকাশ ভেঙে পড়েছে। আগের ওভারে বিদায় নেওয়া মুমিনুলের পর, ১৪ ওভারের শেষ বলে স্যাটনারের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন শান্ত। স্যাটনারের আবেদনে আম্প্যায়ার সাড়া না দিলে রিভিউ নেন সৌদি। পরে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্প্যায়ার। মাত্র ৯ রান করেন শান্ত।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভারে চার উইকেট হারিয়ে ৪৭ রান। ব্যাট করতে এসেছেন শাহাদত। এখনও রানের খাতা খুলতে পারেননি মুশফিক।