স্পোর্টস ডেস্ক :
এবারের বিশ্বকাপের ফাইনালে ভারতের কোটি মানুষের হৃদয় ভেঙে দিয়েছে হেড আর দেওয়া এই কারণে হেডের পরিবারকে ধর্ষণের হুমকি দিয়েছেন এক ভারতীয়।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে হেডকে সরাসরি হুমকি দেওয়া হয়। এ সময়ে অজি এই ওপেনারের স্ত্রীর সঙ্গে এক বছরের মেয়েকেও ধর্ষণের হুমকি দেওয়া হয়।
ওই ভারতীয় সমর্থকের এমন কদর্য আক্রমণ এবং মানসিকতার নিন্দা জানিয়েছেন অনেক ক্রিকেটপ্রেমী। কেউ কেউ আবার পুলিশের দৃষ্টিও আকর্ষণ করেছেন। তবে এই বিষয়ে অজি শিবির থেকে কোনো মন্তব্য করা হয়নি।
বিশ্বকাপ খেলতে স্ত্রী ও শিশু কন্যাকে নিয়েই ভারতে গেছেন অজি ওপেনার হেড। ফাইনালের দিন গ্যালারিতেও ছিলেন হেডের স্ত্রী। বিশ্বকাপ শেষে শিরোপা নিয়ে স্ত্রীর সঙ্গে ছবিও তুলেন তিনি।