হুমায়ুন কবির :
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপের প্রথম ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার কাছে ৭ – ০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ ফুটবল দল। গ্রুপের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং লেবাননের মধ্যে।
যদি অস্ট্রেলিয়ার কাছে হেরে এখনো দেশে পৌঁছতে পারেনি বাংলাদেশ ফুটবল দল কিন্তু তার আগেই ঢাকায় পৌছে গেছে টিম লেবানন।
আজ স্থানীয় সময় সকাল সোয়া ৮টায় বাংলাদেশ পৌঁছায় তারা। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে এখন টিম হোটেলে বিশ্রাম নিচ্ছে দলটি। তবে আজ বিকেলেই অনুশীলন করার কথা আছে দলটির।
অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলে এখনও ঢাকায় পা রাখেনি স্বাগতিকেরা। অস্ট্রেলিয়া থেকে এখন চীনের পথে লাল-সবুজ শিবির। চীনের গুয়াংজুতে যাত্রা বিরতি শেষে শুক্রবার (১৭ নভেম্বর) রাতে ঢাকায় পৌঁছাবেন জামালরা।
এদিকে একই গ্রুপে আরেক ম্যাচে ফিলিস্তিনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লেবানন।
আন্তর্জাতিক নিয়মানুযায়ী, ম্যাচের ৪৮ ঘণ্টা আগে অ্যাওয়ে দলকে স্বাগতিক ভেন্যুতে উপস্থিত থাকতে হয়। তবে চার দিন আগেই এসেছে লেবানন। অতিরিক্ত দুই দিনের ব্যয় লেবানন নিজেই বহন করবে।