জিয়ারুল ইসলাম জিহাদ :
বিশ্বকাপ পাছায় পর্বের প্রথম রাউন্ড সফলভাবে সম্পন্ন করার পর ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ২য় রাউন্ডে ‘আই’ গ্রুপে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
প্রশ্ন রয়েছে, বিশ্বকাপে কোয়ালিফাই করতে বাংলাদেশকে কয়টি ধাপ পেরুতে হবে?
বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক ধাপটি ছিলো ১ম রাউন্ড। যেখানে প্রথম লেগ (মালদ্বীপে) ১-১ গোলের ড্র ও দ্বিতীয় লেগ (বাংলাদেশে) ২-১ গোলের জয় পায় বাংলাদেশ। অ্যাগ্রিগেটে ৩-২ গোলে এগিয়ে থেকে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে লাল-সবুজের প্রতিনিধিরা।
এশিয়ান জোনের দ্বিতীয় রাউন্ডের সূচি চুড়ান্ত। ৯ গ্রুপে ভাগ হয়ে এই ধাপে অংশ নেবে এএফসির ৩৬ টি দল। তন্মধ্যে আছে বাংলাদেশ। নিজেদের ‘আই’ গ্রুপে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন। ৩ দলের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ৬ টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
৪ দলের এই গ্রুপ থেকে শীর্ষ ২ দল কোয়ালিফাই করবে বিশ্বকাপ বাছাইপর্বের ৩য় রাউন্ডে। গ্রুপে ৩য় ও ৪র্থ হওয়া দলের বিশ্বকাপ স্বপ্ন দ্বিতীয় রাউন্ডেই শেষ হবে। এভাবে ৯ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ মিলে ১৮ দল উঠে যাবে ৩য় রাউন্ডে।
বাছাইপর্বের ৩য় রাউন্ডের ১৮ দলকে ৩ টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে ৬ টি করে দল। যথারীতি গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ সরাসরি কোয়ালিফাই করবে ২০২৬ ফিফা বিশ্বকাপে। অর্থাৎ ৩য় রাউন্ডেই বিশ্বকাপ নিশ্চিত করবে ৩ গ্রুপের ৬ দল।
এশিয়ার বাকি ২ টি স্লটের জন্য অনুষ্ঠিত হবে ৪র্থ রাউন্ড। ৩য় রাউন্ডে নিজেদের গ্রুপে ৩য় ও ৪র্থ হওয়া দল পাবে আরেকটি সুযোগ। এই ৬ দলকে আবার ২ গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হবে ৪র্থ রাউন্ড। এই দুই গ্রুপের শীর্ষ দল ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট পাবে।
অর্থাৎ ৩য় রাউন্ড থেকে ৬ ও ৪র্থ রাউন্ড থেকে ২ দল ২০২৬ বিশ্বকাপে কোয়ালিফাই করবে। এশিয়ার এই ৮ দলের ডিরেক্ট এন্ট্রি ছাড়াও ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলতে পারবে ৯ম হওয়া দল। এটি নিশ্চিত করতেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাইয়ের ৫ম রাউন্ড, যেখানে মুখোমুখি হবে ৪র্থ রাউন্ডে গ্রুপ রানার্সআপ ২ দল।
৫ম রাউন্ডের জয়ী দল খেলবে ইন্টার কনফেডারেশন প্লে অফ ম্যাচে। যা বিশ্বকাপ বাছাইয়ের ৬ষ্ঠ ও শেষ ধাপ। এক্ষেত্রে অন্য কনফেডারেশনের দলের বিপক্ষে জিততে পারলে এশিয়ার ৯ম দল হিসেবে ২০২৬ ফিফা বিশ্বকাপ খেলতে পারবে সেই দল।
সুতরাং, বিশ্বকাপে বাছাইয়ের স্বপ্ন দেখলে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের গ্রুপে অন্তত ২য় স্থান অর্জন করতে হবে। অতঃপর ৩য় রাউন্ডেও এশিয়ার সেরা দলগুলোর সঙ্গে লড়াই করতে হবে বাংলাদেশ দলের।