বাংলাদেশ শ্রীলংকা ম্যাচে নজিরবিহীন ঘটনা বিশ্বে প্রথম টাইম আউট হলেন আঞ্জেলা ম্যাথিউস
ফাইল ছবি : আঞ্জেলা ম্যাথিউস

বাংলাদেশ শ্রীলংকা ম্যাচে নজিরবিহীন ঘটনা বিশ্বে প্রথম টাইম আউট হলেন আঞ্জেলা ম্যাথিউস

ডেস্ক রিপোর্ট :

ক্রিকেট বিশ্বের ইতিহাসের এক নজির ঘটনার সাক্ষী হয়ে রবে বাংলাদেশ বনাম শ্রীলংকা মধ্যকার আজকের ম্যাচটি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই ম্যাচেই প্রথম টাইম আউট হয়ে সাজ ঘরে ফিরতে হয়েছে অ্যাঞ্জেলা ম্যাথিউসকে।

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে কোনো বল খেলার আগেই টাইম আউট হয়ে গেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে টাইম আউট হলেন ডানহাতি এই ব্যাটার।

ডিপ মিডউইকেটে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েন সামারাবিক্রমা।এরপর পরই হয় ঘটনার সূত্রপাত।

সামারাবিক্রমার আউটের পর ব্যাট হাতে নামেন ম্যাথুস। তবে যে হেলমেট নিয়ে নেমেছিলেন, তাতে পুরো নিরাপদ বোধ করেননি তিনি। পরে আরেকটি হেলমেট আনা হয়, কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি ম্যাথুস।
নিয়ম অনুযায়ী, একজন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর পরবর্তী ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে খেলার জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু ম্যাথুস সেটি হতে পারেননি। ধারাভাষ্যে বলা হচ্ছে, বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে তাঁকে টাইম আউট দিয়েছেন আম্পায়াররা।
এ সময় আম্পায়ারের এ সিদ্ধান্ত কোনভাবেই মেনে নিতে পারছিলেন না তিনি। সিদ্ধান্তের বিরোধিতা করে আম্পায়ার এর সাথে কয়েক দফা বাদানুবাদ এ ও জড়িয়ে পড়েন তিনি। আম্পায়ার নিজের সিদ্ধান্তে অনর থাকলে ক্ষুব্ধ হয়ে মাঠ ছাড়েন তিনি এবং নিজের হেলমেট ও ব্যাট  সজোরে মাঠে  আছড়ে ফেলেন।

এছাড়াও

পদত্যাগ করে দলের দায়িত্ব নিন, প্রধান উপদেষ্টাকে দুদু

পদত্যাগ করে দলের দায়িত্ব নিন, প্রধান উপদেষ্টাকে দুদু

দেশনেত্র প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস তার ছেলেদের দিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *