সহকারী কোচ ক্রিকেটার নিক পোথাস
নিক পোথাস/ Deshnetrow

ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নিক পোথাস

ক্রীড়া প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার নিক পোথাস। তিনি এর আগে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন।

৪৯ বছর বয়সী পোথাস আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন। মূলত বাংলাদেশ দলের সঙ্গে আগামী দুই বছরের চুক্তিতে যুক্ত হয়েছেন তিনি।

সবশেষ কাউন্ট্রি দল হ্যাম্পশায়ারের উইকেট কিপার কোচের দায়িত্ব পালন করেন নিক। বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পেয়ে খুশি তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মতো দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে অনেক সম্মানিতবোধ করছি। আমি বিশ্বাস করি, আগামী দুইটা বছর এত চমৎকার সব মেধাবি ক্রিকেটারদের সঙ্গে আমার দারুণ সময় কাটবে।

দক্ষিণ আফ্রিকার ডানহাতি এ ব্যাটারের মাত্র ৩টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। যেখানে তিনি ২৪ রান করেন। ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন ২১৮টি, লিস্ট এ ম্যাচ খেলেছেন ২৩৬টি এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৭৯টি।

তিনি ২০০০ সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে অভিষেক ওয়ানডে ম্যাচ খেলেন। একই বছরে একই সময়ে একই প্রতিপক্ষে বিপক্ষে তিনি তার ক্যারিয়ারের শেষ ম্যাচটিও খেলেন।

এছাড়াও

একুশে আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরের আপিল শুনানি বুধবার

একুশে আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরের আপিল শুনানি বুধবার

দেশনেত্র প্রতিবেদক : একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া তারেক রহমান ও মৃত্যুদণ্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *