উন্মুক্ত স্থানে নারী-পুরুষ সবার জন্য ধূমপান নিষিদ্ধ : স্বরাষ্ট্র উপদেষ্টা
সংগৃহীত ছবি

উন্মুক্ত স্থানে নারী-পুরুষ সবার জন্য ধূমপান নিষিদ্ধ : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশনেত্র প্রতিবেদক :

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘উন্মুক্ত স্থানে নারী-পুরুষ সবার জন্য ধূমপান নিষিদ্ধ। এটি একটি অপরাধ, যা সবাইকে মেনে চলতে হবে। বিশেষ করে রোজাদারদের সম্মানে প্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকা উচিত।’

রবিবার (২ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর ১৪ নম্বরে ‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট’ পুলিশ লাইনস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

ধূমপানকে কেন্দ্র করে মোহাম্মদপুরে দুই নারীর ওপর হামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি যতটুকু জানি, ওই দুই নারী প্রকাশ্যে সিগারেট খাচ্ছিলেন। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি নামাজে যাওয়ার পথে তাদের বাধা দেন এবং চা ছুড়ে মারেন। সবাইকে মনে রাখতে হবে, উন্মুক্ত স্থানে ধূমপান নারী-পুরুষ নির্বিশেষে নিষিদ্ধ।’

তিনি আরো বলেন, ‘রমজান মাসে সবাইকে সংযমী হতে হবে।আমাদের ধর্ম উপদেষ্টাও অনুরোধ করেছেন, যেন কেউ প্রকাশ্যে খাবার গ্রহণ না করেন। এটি রোজাদারদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ।’

এছাড়াও

ম্যানহাটনে বন্দুক হামলা: বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ নিহত চার

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা: বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ নিহত চার

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *