সালমান শাহ’র মা নীলা চৌধুরী আহত deshnetrow news
ফাইল ছবি : দেশনেত্র

সালমান শাহ’র মা নীলা চৌধুরী আহত

বিনোদন ডেস্ক :

লন্ডনে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশের সিনেমা জগতের প্রয়াত কিংবদন্তি  নায়ক সালমান শাহ’র মা নীলা চৌধুরী।দুর্ঘটনায়  তার হাত ভেঙে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সালমান শাহ ফ্যান ক্লাবের অ্যাডমিন মাসুদ রানা নকীব।বর্তমানে তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নকীব জানান, রোববার (১১নভেম্বর) তার একটি সার্জারি হবে। হাত ভাঙা ছাড়াও বয়স বাড়ায় শারীরিকভাবে কিছুটা দুর্বল নীলা চৌধুরী।

নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মা দীর্ঘদিন ধরেই লন্ডনে বসবাস করছেন। সেখানে তিনি ছাড়াও তার আরেক সন্তান সস্ত্রীক বসবাস করছেন।

 

এছাড়াও

ফেসবুকে স্ট্যাটাস জেরেই কি পরী মণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা !

ফেসবুকে স্ট্যাটাসের জেরেই কি পরী মণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা !

দেশনেত্র প্রতিবেদক : ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *