দেশনেত্র প্রতিবেদক :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও আরোগ্য কামনায় সাংবাদিক আবাসিক এলাকা ইউনিট বিএনপি’র উদ্যোগে এক বিশেষ দোয়া এবং এতিমদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়।
শনিবার(৬ ডিসেম্বর) বাদ এশা রাজধানীর পল্লবীর ৫ নাম্বার ওয়ার্ডের সাংবাদিক আবাসিক এলাকার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বিশেষ দোয়া এবং এতিমদের মধ্যে খাবার বিতরণের এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপি’র ঢাকা ১৬ আসনে প্রার্থী জনাব আমিনুল হক।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জনাব আমিনুল হক বলেন। গণতন্ত্রের মাতা আপোষের নেত্রী বেগম খালেদা জিয়া গত কয়েকদিন যাবত আইসিইউতে আছেন আমরা সকলেই তার জন্য আল্লাহর কাছে দোয়া করব। এরে জীবনভর বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য এই দেশের জন্য কাজ করে গিয়েছেন। স্বৈরাচার হাসিনা বিনা অপরাধে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে আজকে তার এই অবস্থা হয়েছে। তিনি বলেন বর্তমানে একটি ইসলামিক দল যারা নির্বাচকে বানচাল করতে চায়, এবং বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত, আপনারা সবাই সজাগ থাকবেন দেশ ও গণতন্ত্রের লক্ষে আমরা সবাই কাজ করে যাব।
এছাড়া উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক আবাসিক এলাকা গৃহসংস্থান ও সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল আউয়াল ঠাকুর, তিনি বলেন ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে এই আবাসিক এলাকা জমির দলিল হস্তান্তর করেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ তার স্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ আমরা সকলেই তার জন্য দোয়া করব।
পরবর্তীতে সাংবাদিক আবাসিক এলাকায় অবস্থিত মসজিদে ফারুক এর খতিব ওসমান গনি সাহেব মোনাজাত করেন। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ন আহ্বায়ক, গাজী রেজাউনুর রহমান রিয়াজ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, এছাড়াও পল্লবী থানা বিএনপি’র আহবায়ক কামাল হোসেন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, যুগ্ন আহবায় মোতালেব হাওলাদার। ৫ নং বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলিম মিরাজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন গাজী। সাংবাদিক আবাসিক এলাকার ইউনিট বিএনপির সভাপতি সবুজ হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমানও সিরিয়ার সহ-সভাপতি শাহাদাত হোসেন।
দেশনেত্র দৃষ্টি ছাড়িয়ে