দেশনেত্র প্রতিবেদক :
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস তার ছেলেদের দিয়ে একটি দল গঠন করেছেন, তবে বিএনপি এই উদ্যোগের বিরুদ্ধে দাঁড়ায়নি। তিনি ড. ইউনূসকে একটি আবেদন জানিয়ে বলেন, “আপনি যেহেতু বিবেকবান ও সত্যবাদী মানুষ, তাহলে কেন ছেলেদের রাস্তায় ঠেলে দিচ্ছেন? পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করুন এবং নির্বাচনে অংশ নিন। জনগণ আপনাকে ভোট দিলে বিএনপি আপনাকে প্রথমে অভিনন্দন জানাবে।”
বুধবার (৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ আয়োজিত ‘সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।
শামসুজ্জামান দুদু অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, “আপনাদের আমরা সমর্থন করি, শ্রদ্ধা করি। কিন্তু এই শ্রদ্ধা ও ভালোবাসা নষ্ট করবেন না। বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। যদি বিএনপি রাস্তায় নামার সিদ্ধান্ত নেয়, শেখ হাসিনার দিকে তাকান। বিএনপি যে কয়বার ক্ষমতায় এসেছে, সেটা জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে এসেছে।”
তিনি আরও বলেন, নির্বাচন এ বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে হবে এবং তিনি দাবি করেন, “নির্বাচন ঠেকানোর মতো সাহস কারও নেই। ডিসেম্বরেই নির্বাচন হবে এবং আমরা তা প্রমাণ করে ছাড়বো।”
দুদু আরও বলেন, নির্বাচনের জন্য সংস্কারের প্রয়োজন, কিন্তু যদি নির্বাচন না হয়, তাহলে সংস্কার কী কাজে আসবে?
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি এস এম মিজানুর রহমান, বাংলাদেশ সংবাদপত্র এডিটরস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ড. রশীদ আহমেদ হোসাইনী প্রমুখ।