উত্তর যুবদলকে শক্তিশালী করতে পল্লবীতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

উত্তর যুবদলকে শক্তিশালী করতে পল্লবীতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

দেশনেত্র নিউজ ডেস্ক:

রাজধানীতে পল্লবী এলাকায় যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর উত্তরের আওতায় যুবদলের ৩নং ওয়ার্ডের নেতাকর্মীরা বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকাল ১১ টায় সেকশন -১১,ব্লক -সি,এভিনিউ ৫ প্রাঙ্গণে এই সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। উদ্বোধক ছিলেন উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল। প্রধান বক্তা হিসেবে ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

৩ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক দেওয়ান বিপ্লব আমিন রাজিবের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম-আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু প্রমুখ।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেন, আওয়ামী স্বৈরশাসকের দোসররা সর্বক্ষেত্রে এখনও সক্রিয়। রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের প্রতিটি সেক্টর থেকে দোসরদের বিতাড়িত করতে হবে। এই দোসররা সুযোগ পেলেই বাংলাদেশে আবারও ভারতীয় তাবেদার,খুনি হাসিনাকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। দেড় দশক স্বৈরাচারের দোসররা রাষ্ট্রকে ধ্বংস করার সহযোগী ছিলেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় জনকল্যাণমূলক কাজের ভিতর দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।স্বৈরাচারী শাসন ব্যবস্থা পুরো দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। স্বৈরাচার শেখ হাসিনার পালিয়ে গেলেও তাঁর প্রেতাত্মাদের ষড়যন্ত্র এখানেই থেমে নেই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস সহ চক্রান্ত করছে শিল্প প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ধ্বংস করে অস্থিতিশীল পরিস্থিতিতে দেশকে নিয়ে যেতে চায়, তাই দেশ ও জনগণের স্বার্থ রক্ষার্থে সকল বিভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে।

কর্মী সম্মেলনে সঞ্চালনায় ছিলেন ৩ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব ফরহাদ হোসেন রাজন,বিশেষ অতিথি হিসেবে পল্লবী থানা যুবদলের আহবায়ক হাজী নূর সালাম, সদস্য সচিব গোলাম কিবরিয়া,সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল হোসেন বাপ্পি, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু,সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসেন, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন,পল্লবী থানা মহিলা দলের সদস্য সচিব দিলারা ইসলাম পলি প্রমুখ

এছাড়াও

৫ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *