দেশনেত্র প্রতিবেদক :
অতীতেও মাইনাস টু ফর্মুলা কাজ করেনি, ভবিষ্যতেও করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বিরাজনীতিকরণের সমালোচনা করে বলেন, ‘বিএনপিকে রাজনীতি থেকে মাইনাস করার চিন্তা করলে এর ফল ভালো হবে না।’
আজ রোববার বিকেলে রাজধানীতে প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন।
বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চিন্তা করলে পরিস্থিতি ভালো হবে না বলে সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন, ‘১৫ বছর ধরে আওয়ামী লীগ বিএনপিকে ভাঙতে চাইলেও পারেনি, বিএনপি এক আছে থাকবে।’
অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সেখানে সাদেক হোসেন খোকার রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা।
বিএনপির মহাসচিব বলেন, একজন দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী আদর্শের মানুষ হিসেবে প্রয়াত সাদেক হোসেন খোকাকে দেশের মানুষের কাছে শ্রদ্ধা ও ভালোবাসা স্মরণে থাকবেন।