দেশনেত্র প্রতিবেদক :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে বলে জানা গেছে।
জানা গেছে, বর্তমানে বাসায় তিনি মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে আছেন। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হতে পারে।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের জরুরি কিছু পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য কিছুক্ষণের মধ্যে রাজধানীর বসুন্ধরাস্থ এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে।
এর আগে শারীরিক কিছু জটিলতার কারণে গত ১৩ মার্চ রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ নানা রোগে ভুগছেন।