জিএম কাদের-চুন্নুকে বহিষ্কার,নতুন চেয়ারম্যান রওশন এরশাদ
সংগৃহীত ছবি

জিএম কাদের-চুন্নুকে বহিষ্কার,নতুন চেয়ারম্যান রওশন এরশাদ

 

দেশনেত্র প্রতিবেদক :

 

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে পার্টির ক্ষমতাবলে বহিষ্কার করেছেন প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। সেই সঙ্গে রওশন এরশাদ নিজেকে পার্টি চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে পার্টি মহাসচিব হিসেবে ঘোষণা করেন।

রোববার (২৮ জানুয়ারি) গুলশানে রওশন এরশাদের বাসায় সভার আয়োজন করেন তিনি। এসময় দলের বহিষ্কার, প্রত্যাহার হওয়া নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।

দলটির গঠনতন্ত্রের ২০/১ ধারার ক্ষমতাবলে তিনি (রওশন এরশাদ) এ অব্যাহতি প্রদান করেন। সেই সঙ্গে তিনি নিজে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ এবং সার্বিকভাবে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য কাজী মো. মামুনুর রশিদকে মহাসচিবের দায়িত্ব প্রদান করেছেন।

বেলা ১১টার সময় আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। এসময় ‘জাতীয় পার্টির সাংগঠনিক সিদ্ধান্ত’ শিরোনামে একটি পত্র পাঠ করেন তিনি। ওই পত্রে বিগত দিনে জাতীয় পার্টির ব্যর্থতা পর্যালোচনা করে কিছু সিদ্ধান্ত নেন রওশন এরশাদ। তার মধ্যে পার্টির বর্তমান চেয়ারম্যান ও মহাসচিবকে অব্যাহতি, নতুন চেয়ারম্যান-মহাসচিব নির্ধারণ, অন্যান্য পদ-পদবি বহাল রাখা এবং বহিষ্কৃতদের পুনরায় স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এছাড়াও

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭৩

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭৩

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৭ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *