নৌকা নিয়েও কামারুলের কাছে হেরে গেলেন ইনু
ফাইল ছবি

নৌকা নিয়েও কামারুলের কাছে হেরে গেলেন ইনু

দেশনেত্র প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ২ (মিরপুর- ভেড়ামারা) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  কামরুল আরেফিন এর কাছে হেরে গেলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও নৌকার প্রার্থী হাসানুল হক ইনু।

রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, এ আসনে স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনের কাছে পরাজিত হয়েছেন নৌকার প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। এই আসনে ট্রাক প্রতীক নিয়ে কামারুল আরেফিন পেয়েছেন ৯৮ হাজার ৮৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য হাসানুল হক ইনু পেয়েছেন ৭৯ হাজার ৭৯ হাজার ৭৩৫ ভোট।

প্রসঙ্গত, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫২ হাজার ৫৬২ জন। এরমধ্যে মিরপুর উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৬৫ জন এবং ভেড়ামার উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৭৬ হাজার ২৯৭ জন। 

এছাড়াও

কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া

কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া

দেশনেত্র ডেস্ক : কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া সরকার। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *